ফুটবলারদের সঙ্গে লম্বা চুক্তির কারণে ফেডারেশন কাপে সাফল্য সাইফ স্পোর্টিং ক্লাবের

- আপডেট সময় : ০৯:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ফুটবলারদের সঙ্গে লম্বা সময়ের চুক্তির কারণে ফেডারেশন কাপে সাফল্য পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হতে না পারলেও, ফুটবলারদের পারফরম্যান্সে খুশি ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। এদিকে, দেশের ফুটবল উন্নয়নে সাইফ স্পোর্টিং ক্লাবকে আরও সামনে এগিয়ে নিতে চান সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল সাইফ।
স্বপ্ন পূরনের এতো কাছে গিয়েই ছোঁয়া হলো না সোনালী ট্রফি। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোন ফাইনাল, তাও রইলো আক্ষেপের আগুনে। বলছি সাইফ স্পোর্টিং ক্লাবের কথা। রোববার ফেডারেশন কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে বসুন্ধরার কাছে হেরে চুর্নবিচুর্ন ৪ বছরের লালিত স্বপ্ন।
তবে, শিরোপা না জিতলেও তারুণ্যে ঝলক দেখিয়ে আসরে আলাদা নজর কেড়েছে সাইফ। যা বিগত আসরগুলোর চেয়ে অনেকটাই ব্যক্তিক্রম। ২০১৬ সালে দেশের ফুটবল নাম লেখানো দলটা হঠাৎ কিভাবে এতোটা পরিণত?। প্রতিষ্ঠাকাল থেকে একাধিক কোচ পরিবর্তন করেছে সাইফ। তবে, একই ফুটবলারদের নিয়ে প্রায় ৪ বছরের যাত্রা অব্যাহত রেখেছে দলটি। যা ক্লাব সাফল্য’র বড় রহস্য।
এদিকে, পরিণত সাইফকে নিয়ে এখানেই থামতে চানান ক্লাবটির পরিচালক তরফদার মোহাম্মদ সাইফ।দেশের গন্ডি পেরিয়ে মাথা তুলে দাড়াতে চান আন্তর্জাতিক পর্যায়ে।
পরিকল্পনার অংশ হিসেবে একাডেমি মাঠে নিয়েও ভাবছে সাইফ স্পোর্টিং ক্লাব।