ফিলিস্তিনের ৬টি মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ইসরায়েল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের ৬টি মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ইসরায়েল। এমনকি সংগঠনগুলোর নেতাকর্মীদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারও করছে ইহুদি বাহিনী।
এ ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ এর তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এনজিওগুলোর সাথে পপুলার ফ্রন্ট অব দি লিবারেশন অব প্যালেস্টাইন- পিএফএলএমের যোগাযোগ রয়েছে। তাদের অভিযোগ, ফিলিস্তিনের বামপন্থি এ সংগঠনটি ইসরায়েলে হামলার সাথে জড়িত। তবে ফিলিস্তিনের অভিযোগ, প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ করলেও উল্টো ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকায় ফেলে আবারও বর্বরতার পরিচয় দিলো ইসরায়েল।