ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি। সৌদি আরবের ক্লাব আল হেলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা।
আল হেলালের বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে চেলসি। কয়েকবার সুজোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ টাচেল শিষ্যরা। তবে ৩১ মিনিটে আর ভুল করেননি রোমেলু লুকাকু। বেলজিয়ান তারকার গোলে এগিয়ে থেক বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে চেস্টা চালায় সৌদির ক্লাবটি। তবে, ম্যাচের ৭০ মিনিটে গোল কেপা আরিজাবালাগা গোলের সেরা সুযোগটি হারালে আর ম্যাচে ফিরতে পারেনি আল হেলাল। এতে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা। শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি।










