ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৮৮২ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার করা হবে বলেও জানান তিনি।
তবে, ফায়ার সার্ভিসের ওপর হামলা সটিক হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবাজারের বিষয়ে সিদ্ধান্ত নেবে সিটি করপোরেশন।
ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া গুলিস্তান বঙ্গবাজারের ধ্বংসস্তপ পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ফায়ার ফাইটারদের দায়িত্বে অবহেলার অভিযোগে করা হামলার বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন অভিযোগ খতিয়ে দেখা হবে।
ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তবে, এ মার্কটের বিষয়ে সিটি কর্পোরেশন ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
দ্বিতীয় দিনেও আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।