ফাইনাল নিশ্চিত করতে ঢাকার ১১৭ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় কোয়ালিফায়ারে এখন লড়ছে চট্টগ্রাম ও ঢাকা। মিরপুরে ঢাকার দেয়া ১১৭ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন সৌম্য-লিটন জুটি। এ দু’য়ের ৪৪ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গে সৌম্য’র ২৭ এ রান আউটে কাটা পড়লে। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৬ রানে অলআউট হয় বেক্সিমকো ঢাকা। সমান ২৫ রান মুশফিক ও আল আমিনের। ইয়াসির আলীর অবদান ২৪ রান। তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। জয়ী দল ১৮ ডিসেম্বর ফাইনালে জেমকন খুলনার মুখোমুখি হবে।



















