ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসে পৌঁছেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসে পৌঁছেছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে।
টিকা নিতে বিমানবন্দরে আসা স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ শামসুল হক বলেন, ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এগুলো আমাদের ইপিআইয়ের নির্ধারিত স্টোরেজে নিয়ে রাখা হবে। ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হতে পারে বলে এতে উল্লেখ করা হয়। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পেয়েছে বাংলাদেশ। গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়।