ফলস টিকেট বুকিং ও মূল্যবৃদ্ধিতে বিমানের কেউ জড়িত থাকলেই আইনি ব্যবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ফলস টিকেট বুকিং ও মূল্যবৃদ্ধিতে বিমানের কেউ জড়িত থাকলে, চাকরি থেকে অব্যাহতিসহ আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
দুপুরে রাজধানীর বলাকা ভবনে প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন ও অনলাইন টিকেটিং পুনরায় চালু করা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এতে, টিকেট বিক্রিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলেও আশা করেন তিনি। টিকেটের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার সব সময় কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। গত বছরের ১০ আগস্ট থেকে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকেট কাটা বন্ধ ছিল। গতকাল থেকে চালু হওয়ায় যাত্রীরা অনলাইনে টিকেট কাটা, বুকিং, চেক-ইন ও ওয়েব সার্ভিসসহ খুব সহজে বিভিন্ন সেবা নিতে পারবেন বলে জানান, মাহবুব আলী।










