ফরিদপুর জেনারেল হাসপাতালের ভেতরে কেমিক্যালসহ নানা বর্জ্যের স্তুপ জমেছে

- আপডেট সময় : ০৪:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফরিদপুর জেনারেল হাসপাতালের ভেতরে কেমিক্যালসহ নানা বর্জ্যের স্তুপ জমেছে। দীর্ঘদিন জমে থাকা এ সব বর্জ্য অপসারণ না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের রোগী,স্বজন ও চিকিৎসকসহ আবাসিক এলাকার বাসিন্দারা।
ফরিদপুর জেনারেল হাসপাতালের মূল ভবনের পেছনের সার্জারি ওয়ার্ড এর পাশে বিশাল আবর্জনার স্তুপ। ডাস্টবিন উপচে পড়ে কেমিক্যাল বর্জ্য ছড়িয়ে পড়েছে রাস্তায়।
এ রাস্তা মাড়িয়ে যাওয়া আসা করতে হয় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ তিনটি আবাসিক ভবনের মানুষজনদের। স্তুপ আকৃতির ময়লার অদূরে পশ্চিম পাশে হাসপাতাল জামে মসজিদ।
হাসপাতালে সবচে বেশী দুর্ভোগে পড়তে হচ্ছে ডায়রিয়া ও সার্জারী ওয়ার্ডের রোগী ও স্বজনদের। তাই দ্রুত এ থেকে পরিত্রাণ চান তারা।
সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান জানান , পৌরসভা সময়মত বর্জ্য না নেয়ায় পরিবেশ মারাত্বকভাবে দুষিত হচ্ছে।
এদিকে, ১ কোটি ৬৫ লাখ টাকা পৌর কর বকেয়া থাকায় পৌরসভা কর্তৃপক্ষ ময়লা পরিস্কার বন্ধ করে দেয় দুই মাস আগে। তবে মেয়র বললেন জনবল সংকটের কথা।
পৌরসভা ও সিভিল সার্জন অফিসের রশি টানাটানিতে হাসপাতালের আবর্জনা অপসারন হচ্ছে না বলে মনে করেন নগরবাসী।