ফরিদপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে শহরের অম্বিকাপুরে পল্লী কবির বাড়ির পাশে কুমার নদের তীরে ১৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক শামসুল হক, পুলিশ সুপার মো. আলীমুজ্জামানসহ অনেকে। প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর জসীম পল্লী মেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে। এতে ফরিদপুর ও আশেপাশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। জসিম মঞ্চে প্রতিদিনই একাধিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বলে মেলার আয়োজকরা জানিয়েছেন।