ফরিদপুরে পাটের ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক

- আপডেট সময় : ০৪:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে এ বছর পাটের আবাদ কমেছে। মহামারী করোনার কারণে মৌসুমের শুরুতে শ্রমিক সংকট দেখা দেয়ায় চাষ করেনি অনেক কৃষক। এছাড়া, অতিবৃষ্টিতে গোড়ায় পঁচন ধরায় অপরিপক্ক অবস্থায় পাট কেটে ফেলছেন কেউ কেউ। ফলন বিপর্যয়ে লোকসানের চিন্তায় কৃষক এখন দিশেহারা।
দেশে পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে ফরিদপুর অন্যতম। পাটের মান ভাল হওয়ায় সব সময় এ জেলার পাটের চাহিদা থাকে বেশি। এবছর এখানে পাট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৬ হাজার ২০৬ হেক্টর। কিন্তু, আবাদ হয়েছে ৮৫ হাজার ৭৭ হেক্টর জমি।
মৌসুমের শুরুতে করোনার কারনে শ্রমিক সংকট দেখা দেয়ায় অনেক কৃষকই পাট চাষ করেনি। অতি বৃষ্টির ফলে পানি জমে গোড়ায় পঁচন ধরায় পাট গাছ কেটে ফেলছেন অনেক। বিঘা প্রতি ১০-১২ মনের জায়গায় এবার মাত্র পাট ৫-৭ মন পাট পাবে বলে ধারণা করছে তারা।
পানি আটকে থাকা জমির পাট দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
এ বছর প্রায় এক লাখ ৮৭ হাজার ১৭০ মেট্রিক টন পাট উৎপাদিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।