ফরিদপুরের সালথার সহিসংতায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথার সহিসংতাকে ‘মানুষের তাৎক্ষণিক ক্ষোভের প্রকাশ’ উল্লেখ করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে জেলা বিএনপি।
দুপুরে ফরিদপুরের থানা রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একই সাথে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানান তিনি। হামলার নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সোনাপুরের ফুকরা বাজারের মতো একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে লকডাউন কার্যকরের নামে এসি ল্যান্ডের মারপিট করা একদিকে যেমন দুঃখজনক, অপরদিকে তেমনি হাস্যকর ও নিন্দনীয়।