ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বিএম কলেজের বিরুদ্ধে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র বাইরে ফরম পূরণে অযৌক্তিক ফি চাপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের উপর। অন্যান্য কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরণে ৩ হাজার ৭শ’ টাকা নির্ধারণ করা হলেও বিএম কলেজে ৭ হাজার টাকা আদায় করছে বলে অভিযো পাওয়া গেছে। কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষসহ সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।