ফরচুন ফাউন্ডেশন কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ

- আপডেট সময় : ০৯:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার মৌচাকে ফরচুন শপিং মলকে ঘিরে, ফরচুন ফাউন্ডেশন কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন ফরচুন শপিং মল দোকান মালিক সমবায় সমিতির সদস্যরা।
সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বলেন, মার্কেট পরিচালনার নামে ফরচুন ফাউন্ডেশন কর্মকর্তা বছরের পর বছর জিম্মি করে রেখেছেন তাদের। সমবায় সমিতির অনুমোদন ছাড়াই অবৈধভাবে কমিটি গঠন করে চার শতাধিক দোকান মালিকদের থেকে নানা অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ফরচুন ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ ছাড়াও মার্কেটের একান্ন লাখ টাকার উপরে বিদ্যুৎবিল তুলে তা বিদ্যুৎ অফিসে জমা না দেয়াসহ নানা অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ- চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন গোলাম গাউসী আজম চঞ্চল, কামরুল আরিফ, সাজ্জাদ জহির, জাহাঙ্গীর হাসান মানিকসহ ফরচুন ফাউন্ডেশনের কর্মকর্তারা।