ফটিকছড়িতে হাটতে গিয়ে হারিয়ে যাওয়া এক প্রবীণকে উদ্ধার করেছে পুলিশ

- আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে হাটতে গিয়ে হারিয়ে যাওয়া এক প্রবীণকে উদ্ধার করেছে পুলিশ। ৫৫ বছর বয়সী মামুন চৌধুরী নিজেই নাইন নাইন নাইনে ফোন করে নিখোঁজের তথ্য জানান। ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিন বিকেলে নিয়ম করে বের হন হাঁটতে।
শুক্রবার বিকেলে ঘুরতে বের হন বারৈয়াঢালা জঙ্গল দেখতে। তবে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে পৌঁছে যান ফটিকছড়ির ভুজপুরের গভীর জঙ্গলে। তার দেরি দেখে পরিবারের স্বজনরা উৎকণ্ঠার মুখে দ্বারস্থ হন পুলিশের। একপর্যায়ে মামুন চৌধুরী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তড়িঘড়ি করে উদ্ধার অভিযানে নেমে গতকাল (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি নিয়মিত হাঁটতে বের হতেন। গতকাল বের হয়ে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।