ফখরুদ্দিন-মইনুদ্দিনের সাথে আঁতাত করে ক্ষমতায় এসে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নামে আ’লীগ : ফখরুল

- আপডেট সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ফখরুদ্দিন-মইনুদ্দিনের অবৈধ সরকারের সাথে আঁতাত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতির জন্যই সরকার মেগা প্রজেক্ট হাতে নেয় বলেও সমালোচনা করেন তিনি।
দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায় তাদের ব্যক্তিগত সম্পত্তি। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সাম্প্রায়িক ঘটনা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাতের পেছনে আওয়ামী লীগের লোকজনের হাত রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের নির্বাচনের আগে দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতির অভিযোগে মিডিয়াসহ আন্তজার্তিক পর্যায়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়। তারই ফলশ্রুতিতে তার বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে বিভিন্ন মামলা দেয়া হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।