ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
শনিবার সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন ভক্ত ও অনুরাগীরা।
এরপর তাঁর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ‘কঠোর বিধি-নিষেধের’ মধ্যে নির্দেশিত বিধি মেনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও গার্ড অব অনার শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ফকির আলমগীরের ইচ্ছায় বাদ জোহর তালতলায় তাঁকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর৷ এর পর থেকে তার মরদেহ হাসপাতালের হিমাঘরে রাখা হয়। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একুশে পদক পাওয়া এ গণসংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


























