ফএ কাপের পঞ্চম রাউন্ডে শেফিন্ড ওয়েন্সডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এফএ কাপের পঞ্চম রাউন্ডে শেফিন্ড ওয়েন্সডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পোনে ২টায়। একই সময় আলাদা ম্যাচে বার্মিংহামকে আতিথ্য দিবে লেস্টার সিটি এবং টটেনহামের মুখোমুখি হবে নরউইচ সিটি।
লিগের আশা বলতে গেলে শেষ ম্যান সিটির। তবে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংলিশ লিগ কাপে ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে পেপ গার্দিওল বাহিনী। এর মধ্যে সুযোগ আছে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগেও। অবশ্য এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ভালোভাবেই আছে প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়নরা। শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী দলটি। অন্যদিকে, শেষ এগারো দেখায় জয়হীন শেফিল্ড ওয়েন্সডে। তাই শেফিল্ডের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা।