প্লাস্টিক শিল্পের উপর আরোপিত ৩ শতাংশ আগাম কর মরার উপর খাড়ার ঘা
- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের উপর আরোপিত ৩ শতাংশ আগাম কর মরার উপর খাড়ার ঘায়ের মতো। এমন মত দিয়ে এই আগাম কর অব্যাহতি দেয়াসহ ১০ দফা দাবী জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি- বিপিজিএমইএ।
সকালে পল্টনের বিপিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবী জানান সংগঠনের সভাপতি সামিম আহমেদ। এসময় তিনি আরো বলেন, করোনার হাত থেকে দেশকে রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতায় তারা তৈরী করছেন ফেস মাস্ক, গ্লাভস, পিপিইসহ করোনা সুরক্ষা সামগ্রী। বর্তমানে সারাদেশে ৫ হাজারের বেশী ক্ষুদ্র ,মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্লাস্টিক পণ্য উৎপাদনে নিয়োজিত। প্রতিবছর এই খাত থেকে রাজস্ব আদায় হয় সাড়ে ৩ হাজার কোটি টাকা। তাই প্লাস্টিক শিল্পকে রক্ষা ও বিকাশে সরকার গৃহীত নীতিগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানায় সংগঠনটি।


























