প্লাস্টিক বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কার্যকর সমাধান খোঁজার তাগিদ এলজিআরডি মন্ত্রীর

- আপডেট সময় : ১০:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
প্লাস্টিক বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি । সেমিনারে বক্তারা প্লাস্টিক পণ্যকে নিষিদ্ধ না করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে সুরক্ষা দেয়ার আহবান জানান। আর বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি।
টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়নে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই এবং ইউনিলিভার বাংলাদেশ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসাইন।
প্লাস্টিক পণ্যকে নিষিদ্ধ না করে পরিবেশকে সুরক্ষিত রাখতে নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল হওয়া তাগিদ দেন বক্তারা।
বন ও পরিবেশ মন্ত্রী বলেন, নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য মানুষের স্বাস্থ্য, পরিবেশ, জীববৈচিত্র্যসহ ইকোসিস্টেমের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তাই এর সঠিক ব্যবস্থাপনায় কাজ করছে সরকার
পরিবেশ ও অর্থনীতির স্বার্থেই টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপযোগী কাঠামো তৈরির তাগিদ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
পরিবেশ রক্ষায় যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলারও পরামর্শ দেন সংশ্লিষ্টরা।