প্রয়োজনে ফরিদপুর-মাদারীপুর লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় ফরিদপুর-মাদারীপুরকে প্রয়োজনে লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ঢাকায় আরো কয়েকটি দু’হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল করা হচ্ছে। টঙ্গি ইজতেমার মাঠে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অসংখ্য প্রবাসীর কোয়ারেন্টাইন করার মতো স্থাপনা করা হচ্ছে। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ সব কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী।
করোনার থাবায় ইতোমধ্যে বাংলাদেশে মারা গেছেন এক জন। হাসপাতালে ভর্তি ১৭ জন। এমন বাস্তবতায় ভাইরাসের বিস্তার ঠেকাতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সচিবালয়ে সংক্ষিপ্ত প্রস্তুতি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের জানান, করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে প্রবাসীরা হোম কোয়ারেন্টিন না মানায় ভাইরাসের বিস্তার ঘটছে। এ পরিস্থিতিতে ইজতেমা ময়দানে বড় একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন স্থাপনের কাজ চলছে।
তিনি জানান, মাদারিপুর ও ফরিদপুরে বেশি পরিমাণে আক্রান্ত হয়েছে। দরকার হলে এই এলাকা লকডাউন করা হবে।
এদিকে, সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে দেখা করে করোনার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানান, নাট্যাঙ্গনের ব্যক্তিরা। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। ১৩টি নাট্য সংগঠন আগামী ২২ মার্চ থেকে কর্মবিরতিতে যাবে।