প্রয়োজনে পদত্যাগ করতে রাজি ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
লিওনেস মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসলে প্রয়োজনে পদত্যাগ করতে রাজি ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ। এমনটাই নিশ্চিত করেছে প্রভাবশালী স্প্যানিশ পত্রিকা–মার্কা।
মেসির সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চেয়েও পারেননি ক্লাব সভাপতি বার্তোমিউ। তাই এবার এমন ঘোষণা দিয়েছেন তিনি। যদিও গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের মধ্যেই বার্সা ছাড়ার ঘোষণা আসবে এলএমটেনের। এর আগে, গেলো মঙ্গলবার ব্যুরো ফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে বার্সেলোনা ক্লাব অফিসের সামনে বার্তোমিউয়ের পদত্যাগ দাবীতে বিক্ষোভ অব্যাহত মেসি সমর্থকদের। মেসির জন্য উত্তাল আর্জেন্টিনাও। তার প্রথম ক্লাব নিউওয়েলস বয়েজ। সমর্থকদের চাওয়া সেখানেই ফিরবেন লিওনেল মেসি।
















