প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাষ্ট্র ধর্ম ইসলাম ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্র সমাজ।
দুপুরে সেন্টাল রোড জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে আবার সেখানেই শেষ হয়। এসময় তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় ধর্ম ইসলাম প্রসঙ্গে প্রয়াত নেতা এরশাদকে কটূক্তি করেছেন।তার এই বক্তব্য সংবিধানের পরিপন্থী। এতে দেশে সম্প্রীতির বন্ধন বিনষ্ট হতে পারে। তাই তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর তা না হলে রংপুরে জাতীয় পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।