প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী স্মরণে আলোচনা সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর স্মরণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আলোচনা সভা করেছে।
এতে বক্তারা বলেন, মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ রাজনীতিবিদকে হারিয়েছে। যা পূরণ হবার নয়। সংগঠনের সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য শীরিন আক্তার পুনম, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা ও বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ন কবির মিজি বক্তব্য রাখেন।