প্রেমের টানে মেক্সিকান তরুণী এখন বাংলাদেশে

- আপডেট সময় : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রেমের টানে মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস এখন লাইলী আক্তার। বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ির রবিউল ইসলাম নামের এক যুবককে বিয়ে করলেন মেক্সিকান এই তরুণী। কবির ভাষায়, প্রেম মানেনা কোন জাতি,ধর্ম,বর্ণ কিংবা ভৌগোলিক সীমারেখা। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তিনি।
৩২ বছর বয়সী মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। বর্তমান নাম মোছাঃ লাইলী আক্তার। মেক্সিকোর পোঅ্যাবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। মেক্সিকোর বেনেমেরিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পোঅ্যাবলা থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন শেষ করেন।
২০১৯ সালে এই মরালেস ওরফে লাইলীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় জামালপুরের সরিষাবাড়ির রবিউলের। টানা দু’বছর প্রেম… অতপর পরিণতি। বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু করোনার জন্য সময় নিতে হয় তাঁকে।
বাংলাদেশে পৌঁছে ঢাকা জজ কোর্টের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে রবিউলকে বিয়ে করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করে রুমানকে বিয়ে করে পেতেছেন সুখের সংসার। থাকছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের বাড়িতে।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে আসার বিষয়টি সম্মানের সঙ্গে দেখছেন অনেকে।
শ্বশুরবাড়িতে অবস্থান করে লাইলী আক্তার মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তীতে দু’দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।