প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ

- আপডেট সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঈদের আগের দিন প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। খুব সকাল থেকই রাজধানীর বিভিন্ন বাস টর্মিনালে দেখা গেছে ঘরমুখোদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভারে ঢাকা -আরিচা, চন্দ্রা-নবীনগর ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ দেখা দিয়েছে।
গতকাল বিকেলের পর থেকেই শুরু হয়েছে মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখী মানুষের উপচে ভীড়। কম ভাড়া ও বাস সংকটে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক কিংবা পিকআপে করে গন্তব্যে রওনা হয়েছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় মহাসড়কে যানযট না থাকলেও মানুষ ও গনপরিবহনের বাড়তি চাপ রয়েছে। ফলে কয়েকটি পয়েন্টে সিগন্যালের কারণে থামতে হচ্ছে তাদের। পাশাপাশি যানযট নিরসনে ও ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ রাখতে সড়ক মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশে পাশের এলাকায় সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ ও যানবাহনের সংখ্যা বেশি থাকায় এই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা । ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খারাজোরা, কালিয়াকৈর বাইপাস ও সূত্রাপুর এলাকা থেমে থেমে এই যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে টাক ও পিক আপ ভ্যান গাড়ি করে বাড়ি যাচ্ছেন।