প্রিমিয়ার লিগে-বার্নলির বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগে-বার্নলির বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। টার্ফ মুর স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরু থেকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত বেশ ভুগিয়েছে ইউনাইটেডকে। তবে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় রেড-ডেভিলসরা। লুক-শর কাটব্যাক–খুব কাছে থেকে জালে জড়ান পল পগবা। ৩৮৪ দিন পর ইউনাইটেডের জার্সিতে গোলের দেখা পান এই ফরাসি মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় বার্নলি। ৪৭ মিনিটে সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে দারুণ শটে সমতা ফেরান ইংলিশ ফরোয়ার্ড জে-রদ্রিগেজ। এরপর, সুযোগ তৈরি করেও আর গোলের দেখা পাইনি রালফ-রেগনিকের শীষ্যরা। ফলে–পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।










