প্রিমিয়ার লিগে বছরের প্রথম জয় পেয়েছে আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগে বছরের প্রথম জয় পেয়েছে আর্সেনাল। উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে গানাররা।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই অধিপত্য আর্সেনালের। একের পর এক আক্রমন। গোল পেতেও অপেক্ষা করেত হয়নি বেশিক্ষন। ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় আতেরতার শীষ্যরা। আলেক্সান্ডার লাকাজেতের ফ্লিকে পা ছুঁইয়ে দলের হয়ে গোলটি করেন গ্যাব্রিয়েল। ম্যাচের ৬৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। পর পর দুই হলুদ কার্ডে মাঠ ছাড়ে গ্যাব্রিয়েল মার্তিনলি। দশ জনের দলে পরিণত হলেও সুযোগ তৈরি করা বন্ধ হয়নি আর্সেনালের। তবে ফিনিশিং ব্যার্থতায়–বার বার গোল বঞ্চিত গানাররা। ম্যাচে সমতায় ফেরার সূযোগ এসেছিল উলভার-হ্যমাপ্টিনের তবে গোলক্ষকের দৃঢ়তায় বেচে যায় আর্সেনাল।ম্যাচে আর গোল না হলে ১-০ ব্যাবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা।










