প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি
- আপডেট সময় : ০৪:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়। এছাড়া সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে বিভিন্ন আসনে প্রার্থী হতে ইচ্ছুকরা ভীড় করেছেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
এরআগে, প্রথম দিনের শুনানিতে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।
সারাদেশে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এদিকে, সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। সেখানে নির্বাচনে আইনশৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।











