প্রায় ৩ যুগ পর চাকসু নির্বাচনের তোড়জোড় শুরু

- আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
প্রায় ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১২ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই শিক্ষার্থীদের পাশাপাশি নানা হিসেব কষছেন বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা।
প্রতিষ্ঠার সুদীর্ঘ ৫৮ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপর দীর্ঘ ৩৪ বছরে শিক্ষার্থীরা পাননি তাদের যোগ্য প্রতিনিধিদের। তাই এবারের চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আকর্ষণ ও প্রত্যাশা অত্যাধিক।
সব অধিকার আদায়ের মাধ্যম হবে চাকসু এমন মন্তব্য করে ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ছাত্র রাজনীতির সুষ্ঠু অনুশীলনের জন্য দরকার সঠিক নেতৃত্ব।
চাকসু-কে একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে হলে গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য ছাত্র সংগঠনের প্রতিনিধিদের।
যারা প্রশাসনের লেজুড়বৃত্তি না করে চোখে চোখ রেখে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রতিফলিত করবে এমন ছাত্র সংগঠনের নেতারাই চাকসুর নেতৃত্বে আসা উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা।