প্রান্তিক জনগোষ্ঠীর পরিসেবায় গতি আনতে এ্যাপস উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর পরিসেবায় গতি আনতে এ্যাপস উদ্বোধন করেছে ভৈরব উপজেলা প্রসাশন।
সিএসএমওএস ডট কম ডট বিডি এই ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আওতায় উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে থাকা তালিকা একই সার্ভারে আনতে এই উদ্যোগ। যা উপজেলার সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহিতামূলক কার্যক্রমকে এগিয়ে নেবে। সকালে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া। এসময় দুটি কমিউনিটি এ্যাম্বুলেন্স প্রদান ও আধুনিক উপজেলা সম্মেলন কক্ষেরও উদ্বোধন করা হয়।