প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা- আইসিসি। তবে মে মাসের শেষ দিক থেকে অনুশীলন শুরু করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নতুন নিয়মে অনুশীলন চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ জন আর্চার্ড এবং স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান- অ্যালেক্স কোনটুরিসের তত্ত্বাবধানে হবে এই অনুশীলন ক্যাম্প। আর ক্যাম্প চলাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি খেয়াল রাখা হবে। সেই সঙ্গে বোলাররা যেন বলে থুতু, লাল ও ঘাম ব্যবহার না করে সেদিকেও কড়া নজর থাকবে। স্মিথ, ওয়ার্নার, স্টার্ক, কামিন্সদের এসব অভ্যাসের মধ্যে নিয়ে আসাই মূল লক্ষ্য থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়ার।