প্রাচীরের উচ্চতা কম হওয়ায় ইউএনওদের সরকারি বাসভবনে ঝুঁকি থেকেই যাচ্ছে

- আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আনসার মোতায়েন করা হয়েছে। তবে, ইউএনওদের সরকারি বাসভবনের প্রাচীরের উচ্চতা তুলনামূলক কম হওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি ডুপ্লেক্স ভবনগুলির নিরাপত্তা প্রাচীরের উচ্চতা অনেক কম। এমন প্রাচীর টপকানো যে কারো পক্ষেই খুব সহজ। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার ঘটনার পর, শুক্রবার দুপুর থেকেই লালমনিরহাটের পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাসভবনের নিরাপত্তা ঝুঁকি এবং আনসার মোতায়েন নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি, প্রশাসনের কোনও কর্মকর্তা। তবে, এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবনের নিরাপত্তা প্রাচীর আরও উঁচু করা হলে অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করে, সংশ্লিষ্টরা।