প্রাইভেটকারে পুলিশের স্টিকার লাগিয়ে চাঁদা আদায়ের সময় ৭ প্রতারককে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
প্রাইভেটকারে পুলিশের স্টিকার লাগিয়ে সাতক্ষীরার নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের সময় ৭ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
যাদের গ্রেফতার করা হয়েছে, এডি পাশা, হাকিম গাজী, আজিবর রহমান, আবু সাঈদ ও নির্মল সরকার। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, তাদের কাছ থেকে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার, কয়েকটি ভুয়া ভিজিটিং কার্ড এবং অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।
এদিকে, ভেজাল কোমল পানীয় তৈরী করে বাজারে বিক্রির অভিযোগে পৃথক অভিযানে আরও দুই প্রতারক আজিজুল ও আল ইমরানকে গ্রেফতার করা হয়েছে।