প্রস্তুতি ম্যাচে আজ নেপাল ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ নেপাল ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ। দল নিয়ে আত্মবিশ্বাসী হেড কোচ জেমি ডে। আর নেপালকে হারিয়ে এসএ গেমসের প্রতিশোধ নিতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। অন্যদিকে, দলে একজন করোনা আক্রান্ত হলেও মানসিক দৃঢ়তায় পিছিয়ে নেই নেপাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। করোনার কারণে এই দীর্ঘ বিরতিতে মাঠের লড়াইয়ে ছিলেন না জামাল ভূঁইয়ারা। অবশেষ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা।
নেপাল মিশনে নামার আগে শেষ বেলাতেও সিরিয়াস মনোযোগী লাল-সবুজ। দুই প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে প্রায় তিন সপ্তাহ মাঠের অনুশীলনে বাংলাদেশ। যেখান পুরো কোচিং স্টাফই ছিলেন দলের সঙ্গে। এই কয়েকদিনের অনুশীলনে শতভাগ না হলেও, খেলোয়াড়দের উন্নতিতে সন্তুষ্ট হেড কোচ জেমি ডে।
প্রীতি ম্যাচ হলেও সফরকারীদের বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ। প্রথম ম্যাচেই নেপালকে হারিয়ে এসএ গেমস হারের মধুর প্রতিশোধ নিতে চান জামাল ভূইয়া।
এদিকে, মাঠে নামার আগেই বড় দুসংবাদ নেপাল শিবিরে। দলের এক গুরুত্বপূর্ন খেলোয়াড় করোনা আক্রান্ত। যদিও তাতে মানসিক দৃঢ়তায় পিছিয়ে নেই বলে জানিয়েছেন কোচ ও অধিনায়ক।
করোনার ঝুকি থাকলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ম্যাচ উপভোগ করতে পারবেন ৮ হাজার দর্শক।