প্রস্ততি ম্যাচে ওমান এ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একমাত্র প্রস্ততি ম্যাচে ওমান এ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
নাইম ও লিটনের ফিফটি ও শেষদিকে সোহানের ঝড়ো ১৫ বলে ৪৯ রানে ২০৭ রানের পাহাড়সম রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে এ ম্যাচে স্পোর্টিং উইকেটে বড় স্কোর গড়ার অত্মবিশ্বাসটাও পেয়েছে দল।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সমর্থ হয় ওমান ‘এ’ দল। তাদের বিপক্ষে বাংলাদেশ দল যে ৬০ রানের বড় জয় পেয়েছে তার পেছনে বল হাতে দুই পেসার শরিফুল ও সাইফুদ্দিন ৫টি উইকেট নিয়ে রেখেছেন বড় অবদান। স্পিনারদের পকেটে গেছে ৩টি উইকেট।