প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েটের শিক্ষক সমিতির

- আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম।এদিকে সমস্যা সমাধান করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনাকাঙ্ক্ষিত শিক্ষক লাঞ্চিতের ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ৪ মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। ৫ মে একই দাবিতে ৭ কার্যদিবসের আল্টিমেটাম দেয়। রোববার আল্টিমেটাম শেষ হওয়ায় একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম অংশ না নেয়ার ঘোষণা দেয় শিক্ষকরা।সোমবার দুপুর ১২টা থেকে ভিসির কার্যালয়ের ভেতরে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এদিকে কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হযরত আলী কাউকে দায়িত্ব না দিয়ে ঢাকা চলে যাওয়া ক্ষুব্ধ শিক্ষক সমিতি।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করেন কুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা । দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
অপরদিকে সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছেন বলে দাবি করেছেন রেজিস্টার।
১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটনার পর গত তিন মাস ধরে শিক্ষার্থী এবং শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে।