প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়া এবং তিমুরে মারা গেছে অর্ধশতাধিক মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়া এবং তিমুরে মারা গেছে অর্ধশতাধিক মানুষ।
টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার ওই প্রাণহানির ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ পূর্ব তিমুরেও বন্যা দেখা দিয়েছে। এই বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন। ২৭ জন নিখোঁজ আছেন। ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে।


























