প্রবর্তক পাহাড়ের পাদদেশে স্থাপিত প্রসিদ্ধ সংগীত শিক্ষা কেন্দ্র সঙ্গীত ভবনে হামলা ও ভাংচুর

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক পাহাড়ের পাদদেশে স্থাপিত প্রসিদ্ধ সংগীত শিক্ষা কেন্দ্র সঙ্গীত ভবনে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় জরাজীর্ণ টিনশেডের ভবনটির সামনের বেড়া ভেঙ্গে ভেতরেও তাণ্ডব চালানো হয়। হারমোনিয়াম-তবলাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করা হয়। উপড়ে ফেলা হয় ভবনের সামনের গাছপালা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবর্তক সংঘের শিক্ষার্থীরা এই হামলা চালিয়েছে। সকালে সঙ্গিত ভবনের পক্ষ থেকে ঘরের সংস্কার কাজ শুরু করলে প্রবর্তক সংঘের কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি মিমাংসার জন্য দুই পক্ষকেই থানায় যেতে বলে। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবর্তক সংঘের লোকজন সঙ্গীত ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের সাংস্কৃতিকর্মীরা।