প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপির প্রতিনিধি দল

- আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫২৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির প্রতিনিধি দল আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
গতকাল শুক্রবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা ৭টায় সাক্ষাতের সময় আমাদের জানানো হয়েছে।
বিএনপির প্রেস উইং সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াতে ইসলামি উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।