বিএনপির সন্ত্রাসী কার্যক্রমে কোনোরকম ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ১৯০৯ বার পড়া হয়েছে
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুদিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩-এর অংশগ্রহণকারীদের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোরামের উদ্বোধনী অধিবেশনে ১৫ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনের কথা তুলে ধরলে করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান বিশ্বনেতারা।
এদিকে, বেলজিয়ামে এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচন যেন কেউ ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মাঠে নেমে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন সরকার প্রধান।