১৬ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা হবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ২১২৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসবে তাকে বহন করা বিমানটি।
কাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। এর আগে ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও বাংলাদেশি প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন।