প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ রোম যাচ্ছেন

- আপডেট সময় : ১০:০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ রোম যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে ন’টায় ইতালির রাজধানী রোমের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটি স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমান বন্দরে অবতরণ করবে। মিনিস্টার প্লেনিপোটেনসিয়ারি অব ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবেন। পরে প্রধানমন্ত্রীকে পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনা একইদিন সন্ধ্যায় তার সম্মানে একটি সংবর্ধনায় যোগ দেবেন। ৫ ফেব্রুয়ারি সকালে তিনি রোমের ‘ভায়াডেল’ এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পৌঁছুবেন।