প্রধানমন্ত্রী বিশ্বের স্বীকৃতির চেয়ে দেশের মানুষের জীবন-মানের উন্নয়ন চান : খালিদ মাহমুদ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
 - / ১৬৭৩ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের স্বীকৃতির চেয়ে দেশের মানুষের জীবন-মানের উন্নয়ন চান বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জয়বাংলা ভাস্কর্য্যের সামনে আয়োজিত মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার যে উন্নত দেশের স্বপ্ন দেখছে, তা বাস্তবায়ন হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
																			
																		














