প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালকের দাফন পটুয়াখালী পৌর গোরস্থানে সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ মাহামুদুর রহমান নিরু’র জানাজা পটুয়াখালীর পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তিনি করোনা আক্রান্ত হয়েছে ভোরে রাজধানীরএকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্য বিধি মেনে জানাজায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মাহামুদুর রহমান নিরু পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বরগুনা-৩ আসনের সাবেক এমপি প্রয়াত মজিবর রহমান তালুকদারের মেঝো ছেলে।