প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা

- আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তাঁরা। এ সময় করোনা সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করেন তারা।
প্রথমে শ্রীলঙ্কার হাইকমিশনার সুদার্শান দীপাল সুরেশ সিনিভিরাত্নে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও শ্রীলংকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাবার বিষয়ে একমত প্রকাশ করেন তারা। পরে বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হায়থাম ঘোবাশী প্রধানমন্ত্রীর সাথে দেখা করে জানান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে আগ্রহী তার দেশ। শেষে বাংলাদেশে মালদ্বীপের নতুন হাইকমিশনার শিরুজিমাথ সামীর সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা ১২ বছর সরকার পরিচালনার জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তিন দেশকেই বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে, এখানে বিনিয়োগের আহ্বান জানান।