প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বোর্ডের সভা চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের মতো সভা চলছে। বিকেলে ৪টা থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে।
এ সময় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও শূন্য হওয়া সংসদীয় এলাকার উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা নিয়ে আলোচনা হয়। বরাবরের মত এবারও দলের সৎ ও যোগ্য প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে সভা থেকে জানানো হয়।বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন না দেয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে মনোনয়ন বোর্ড। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।