প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৮১৬ বার পড়া হয়েছে
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বেঠক শুরু হয়।
বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে।চুক্তি স্বাক্ষরের পর যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন।
																			
																		














