প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে আসেন তিনি।
এ সময় তাকে স্বাগত জানানো হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনা হয়। আলোচনায় এশিয়ার মধ্যে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র নেপালের সঙ্গে ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। আসিয়ান বা ইউরোপের দেশগুলোর মতো নেপাল ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি । ২০ বছরের মধ্যে নেপালের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।