প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্যমুলক ভুল ব্যাখ্যা দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিএনপি পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্যমুলক ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের অভিযোগ- নেতৃত্বশূন্য বলেই পানি ঘোলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার অপরাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। তিনি অভিযোগ করেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য নিয়ে দুরভিসন্ধিমূলক ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে বিএনপি নেতারা।
এদিকে ঝালকাঠিতে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এখনো অনেকে ষড়যন্ত্র করছে।
দলের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে শোভাযাত্রা বের করে মহিলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি।
এদিকে, রাজধানীর সবুজবাগে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় তিনি বলেন, অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়া এখন দুঃস্বপ্ন।