প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে তার ইচ্ছাতেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ২০৮৮ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে তার ইচ্ছাতেই আটকে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ।
তবে, কোনও প্রতিবন্ধকতাই জাতীয়তাবাদী শক্তিকে আটকে রাখতে পারবে না।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব শিমুল বিশ্বাস বলেন, পরিবহন ধর্মঘটের জন্য মালিক বা শ্রমিকরা নয়, সরকারের নির্দেশেই সবকিছু হচ্ছে।























